নাকের সাদা শাল দূর করার উপায়
নাকের সাদা শাল দূর করার উপায় গুলো জেনে আমরা খুব সহজেই এ সমস্যা থেকে মুক্তি পেতে পারি। বিভিন্ন কারণে আমাদের নাকে সাদা শাল দেখা দেয়। নাকের সাদা শাল দূর করার উপায় জানা থাকলে এগুলো দূর করা খুব সহজ হয়ে যায়। আজকের এই আর্টিকেলে নাকের সাদা শাল দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
আপনি যদি নাকের সাদা শাল দূর করার উপায় সম্পর্কে না জেনে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্যই। তাহলে চলুন দেরি না করে নাকের সাদা শাল দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
পেজ সূচিপত্রঃ নাকের সাদা শাল দূর করার উপায়
- সাদা শাল কি
- নাকের সাদা শাল কেন হয়ে থাকে
- নাকের সাদা শাল দূর করার উপায়
- 'হোয়াইট হেডস' দূর করার উপায়
- শেষ কথা
সাদা শাল কি
নাকের সাদা শাল দূর করার উপায় সম্পর্কে জানার আগে আমাদেরকে সাদা শাল কি এ বিষয়ে ধারণা নিয়ে নিতে হবে। কারণ আমরা যদি এ বিষয়টি কি এবং কেন হয় সাধারণত তাই জানতে না পারি তাহলে এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কখনোই খুঁজে পাবো না। যারা নিজেদের ত্বকের যত্ন নেয় না সাধারণত তাদের মুখে সাদা শাল বেশি দেখা যায়।
আরো পড়ুনঃ মেছতা দূর করার ১০ টি কার্যকরী উপায়
আমাদের নাকের ত্বকের উপরে অনেকগুলো লোমকূপ রয়েছে সাধারণত এখান দিয়ে ঘাম বের হয়। অনেক সময় ময়লা আবর্জনা জমে যাওয়ার কারণে এই লোমকূপগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর চর্বি সাদা ও শক্ত পুজের মতো আকার ধারণ করে তখন আমরা এটিকে সাদা শাল বলে থাকি। যদি এটি না খেয়ে হয়ে থাকে তাহলে এদিকে নাকের সাদা শাল বলি।
নাকের সাদা শাল কেন হয়ে থাকে
নাকের সাদা শাল কেন হয় এর কারণ সম্পর্কেও আমাদের জেনে নিতে হবে। কারণ জানা না থাকলে এখান থেকে মুক্তি পাওয়ার উপায় গুলো আমরা জানতে পারবো না। সাধারণত আমাদের মুখের ত্বকের মধ্যে যে লোমকূপ গুলো থাকে এগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে সাদা শাল হয়ে থাকে। নাকের সাদা শাল হওয়ার অন্যতম মূল কারণ হলো নাকের মধ্যে থাকা লোমকূপগুলো বন্ধ হয়ে যাওয়া।
নাকের সাদা শাল কেন হয় এর কারণ জেনে নিনঃ
১। নাকে সাদা শাল হওয়ার অন্যতম প্রধান কারণ হলো মুখ অপরিষ্কার রাখা।
২। অনেক সময় আমাদের নাকের আশেপাশে অনেক মরা চামড়া জমে যায় যার ফলে নাকে সাদা শাল হয়ে থাকে।
৩। যাদের নাক একটুতেই প্রচুর পরিমাণে ঘেমে যায় সাধারণত তাদের নাকে সাদা শাল হয়ে থাকে।
৪। মুখ পরিষ্কার করার সময় সাবান অথবা ফেসওয়াশ দিয়ে মুখ না পরিষ্কার করার কারণে।
৫। আমাদের ত্বকের মধ্যে যে লোমকূপগুলো রয়েছে এগুলো বন্ধ হয়ে গেলে সাদা শাল হয়ে থাকে।
নাকের সাদা শাল দূর করার উপায়
আমরা ইতিমধ্যেই জেনেছি নাকে সাদাশাল কেন হয়? যদি এর কারণগুলো জেনে রাখতে পারি তাহলে খুব সহজেই নাকের সাদা শাল দূর করার উপায় বের করতে পারব। আমরা যদি সঠিকভাবে নাকের সাদা শাল গুলো দূর করার জন্য নিয়মিত কিছু উপায় ব্যবহার করি তাহলে খুব সহজেই আমাদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে পারবো।
নাকের সাদা শাল দূর করার উপায় জেনে নিনঃ
- মধু
- চালের গুড়া ও মসুর ডাল
- টমেটো
- গরম পানি
- লেবু এবং মধু
- দারুচিনি
- ডিমের সাদা অংশ
মধুঃ আমাদের ত্বকের জন্য মধু খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমাদের ত্বকের মধ্যে থাকা বিভিন্ন ধরনের দাগ দূর করতে কার্যকরী ভূমিকা রাখে মধু। মধুকে সর্ব রোগের ঔষধ বলে বিবেচনা করা হয়। প্রাচীনকাল থেকে রূপচর্চার জন্য মধু ব্যবহৃত হয়ে আসছে। আপনি যদি নাকের সাদা শাল দূর করার উপায় খুঁজে থাকেন তাহলে মধু আপনার জন্য খুবই উপকারী হবে।
চালের গুড়া ও মসুর ডালঃ নাকের সাদা শাল গুলো দূর করার জন্য চালের গুড়া এবং মসুর ডাল গুড়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি চালের গুড়া এবং মুসুর ডালের গোড়া ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করেন এবং সেটিকে আপনার ত্বকে লাগাতে পারেন তাহলে খুব সহজেই নাকের সাদা শাল দূর করতে পারব।
আরো পড়ুনঃ চুল ঘন করার ৭টি উপায় - চুল পড়া বন্ধ করার উপায়
টমেটোঃ আপনি যদি শুধু টমেটোর রস ব্যবহার করতে পারেন তাহলেও এটি খুব কার্যকরী হবে। টমেটো আমাদের মুখের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। পাকা টমেটো এর সাথে আধা চামচ চিনি মিশিয়ে নাকে হালকা করে মাসাজ করতে হবে তাহলে খুব সহজেই নাকের সাদা শাল দূর করতে পারব ।
গরম পানিঃ আপনি যদি ঘরোয়া পদ্ধতিতে আপনার নাকের মধ্যে থাকা সাদা শালগুলো দূর করতে চান তাহলে গরম পানি ব্যবহার করতে পারেন। কারণ এগুলো দূর করতে গরম পানি বেশ কার্যকরী ভূমিকা পালন করে। আপনার ত্বক যদি নরম হয় তাহলে হালকা গরম পানির মধ্যে একটি পাতলা সুতার রুমাল ডুবিয়ে রেখে হালকা চাপ দিয়ে নাকের সাদা শাল গুলো তুলে নেওয়া যায়।
লেবু এবং মধুঃ আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো লেবু।, আমাদের ত্বকের মধ্যে থাকা যেকোন দাগ দূর করতে লেবু কার্যকরী ভূমিকা রাখে। সাধারণত রূপচর্চার জন্য লেবু অনেক কার্যকরী উপাদান। নাকের সাদা শাল দূর করার জন্য আপনি লেবুর রস ব্যবহার করতে পারেন।
দারুচিনিঃ যাদের অতিরিক্ত তৈলাক্ত সাধারণত তাদের জন্য দারুচিনি খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। আপনি যদি নাকের সাদা শালগুলো দূর করতে চান তাহলে দারুচিনি এর সাথে মধু এবং লেবুর রস মিশিয়ে এগুলো ব্যবহার করতে পারেন।
ডিমের সাদা অংশঃ নাকের মধ্যে থাকা সাদা শাল গুলো দূর করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডিমের সাদা অংশ। ডিমের সাদা অংশের সাথে হালকা পরিমাণে মধু মিশিয়ে এটিকে পেস্ট তৈরি করুন এরপরে নাকের যে স্থানে সাদা শাল রয়েছে সেখানে লাগান। কিছুক্ষণ রেখে এরপরে ভালোভাবে ধুয়ে ফেলুন।
'হোয়াইট হেডস' দূর করার উপায়
আপনি যদি ওপরের উপায় গুলো অবলম্বন করে থাকেন তাহলে খুব সহজেই 'হোয়াইট হেডস' দূর করার উপায় খুঁজে পাবেন। কারণ এই পদ্ধতি গুলো মাধ্যমে খুব সহজেই 'হোয়াইট হেডস' দূর করা যায়। তবুও আপনাদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য 'হোয়াইট হেডস' দূর করার উপায় নিচে উল্লেখ করা হলো।
বেকিং সোডা লেবুর রস এবং দুধ ব্যবহার করা যেতে পারেঃ আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হলো লেবুর রস এর সাথে যদি বেকিং সোডা এবং দুধ মিশিয়ে একটি পেস্ট তৈরি করা যায় এবং এটিকে আমাদের মুখে ব্যবহার করা যায় তাহলে খুব সহজেই আমরা আমাদের মুখে থাকা যেকোন ধরনের দাগ দূর করতে পারবো। এটি তৈরি করার জন্য ২ চামচ বেকিং সোডা, দুই চামচ কাঁচা দুধ এবং এক চামচ লেবুর রস নিয়ে ভালোভাবে মিশ্রণ করুন।
চালের গুড়া এবং গোলাপ জল ব্যবহারঃ আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান হল গোলাপ জল। গোলাপ জল ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ত্বকের মধ্যে থাকা যেকোনো ধরনের দাগ দূর করতে পারবেন। এক চামচ চালের গুড়া নিন এবং দুই চামচ গোলাপ জল নিয়ে ভালোভাবে মিশ্রণ করুন। যদি এর মধ্যে এক চামচ লেবু রস দেওয়া হয় তাহলে এর উপকারিতা আরো বৃদ্ধি পাবে।
নাকের সাদা শাল দূর করার উপায়ঃ শেষ কথা
সাদা শাল কি? নাকের সাদা শাল কেন হয়ে থাকে? নাকের সাদা শাল দূর করার উপায়, 'হোয়াইট হেডস' দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রিয় বন্ধুরা আশা করি আপনারা উক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছেন। আপনি যদি সৌন্দর্য বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই এ বিষয়গুলো মেনে চলুন।
আরো পড়ুনঃ অতিরিক্ত রতুস্রাব হওয়ার ১৫ টি কারণ - অতিরিক্ত মাসিক বন্ধ করার দশটি উপায়
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের গুরুত্বপূর্ণ এবং তথ্যমূলক আর্টিকেল আরো পড়তে নিয়মিত আমাদের ওয়েবসাইট ফলো করুন। কারণ আমাদের ওয়েবসাইটে নিয়মিত এ ধরনের আর্টিকেল প্রকাশ করা হয়। ২৫৪২৭
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url